নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে উইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়ালকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিয়মিত খেলছেন তিনি। এবার দেখা যাবে বিপিএলে।
কুমিল্লায় কর্নওয়াল সতীর্থ হিসেবে পাবেন উইন্ডিজের সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জনসন চার্লসদের। এদিকে আজকের ড্রাফট থেকে কুমিল্লা শুরুতে দলে নেয় মৃত্যুঞ্জয় চৌধুরী-জাকের আলী অনিকদের। এরপর তাঁদের স্কোয়াডে যুক্ত হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।
এর আগে কুমিল্লা রিটেইন করে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইনকে। আর ফ্র্যাঞ্চাইজিটি ডিরেক্ট সাইনিং হিসেবে দলে নেয় গত আসরে সিলেট স্ট্রাইকার্সে খেলা তাওহিদ হৃদয়কে। এছাড়া সরাসরি চুক্তিতে কুমিল্লায় নাম লেখান মঈন আলি, আন্দ্রে রাসেলরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ
লোকাল রিটেন- লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
রিটেনশন ওভারসিজ- মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
ডিরেক্ট সাইনিং- তাওহিদ হৃদয়।
ডিরেক্ট সাইনিং (ওভারসিজ)- মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post