স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন বার্সেলোনা রাফিনহা-ফিরমিনোদের গোলে লা লিগার শীর্ষ স্থান ধরে রেখেছে। পিছিয়ে পড়ার পরও মায়োর্কার বিপক্ষে ২-২ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে।
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বার্সা দ্বিতীয়ার্ধে ফিরমিনো লুপেজের গোলে ড্র’তে ম্যাচ শেষ করে। তাতে করে সাত ম্যাচে পাঁচ জয়ে ১৭ পয়েন্ট নিলে টেবিলের শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচে বার্সেলোনা দাপট দেখলো জিততে পারেনি। ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরও লেভানডফস্কিরা পারেননি জিততে। ‘ড্র’তে সন্তুুষ্ট থাকতে হয়েছে তাদেরকে।
ম্যাচের ৮ম মিনিটেই মায়োর্কা এগিয়ে যায়। মুরিকির গোলে শুরুতেই ১-০ গোলে লিড নেয় দলটি। রাফিনহার গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে জাভির শিষ্যরা। ৪১তম মিনিটে তিনি স্কোর লাইন ১-১ করে ফেরেন।
তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি বার্সা। মিনিট সাতে পরেই মায়ার্কো আবারো লিড নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ের ৩য় মিনিটে আবডন প্র্যাটসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
বিরতির পরই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে জাভির দল। একের পর এক আক্রমণ করতে থাকে। ৭৫তম মিনিটে ফিরমিনো লুপেজের গোলে সমতায়ও ফেরে দলটি। ২-২ গোলের সমতায় থাকা ম্যাচে শেষ পর্যন্ত আর জেতা হয়নি। ‘ড্র’তে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় বার্সাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post