স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২ মিনিটে আত্মঘাতী গোলের পর ১৪ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়েও যায় রিয়াল। দ্বিতীয় হাফে সমতায় ফিরে আবারো লিড নেয় সিটি। তবে শেষ মুহূর্তে ফেদে ভালভার্দের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
ম্যাচ শেষে রিয়ালের মাঠের ঘাস নিয়ে প্রশ্ন তুললেন সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি জানান, স্টেডিয়ামটি দুর্দান্ত, কিন্তু মাঠের ঘাসের মান উন্নত করতে হবে। স্টেডিয়াম দেখতে নান্দনিক হলেও এখানকার মাঠ ও ঘাসের মান উন্নত করার পরামর্শ দিয়ে গার্দিওলা বলেন, ‘স্টেডিয়ামটি দুর্দান্ত। তাদের এখন ঘাসের মানের দিকে খেয়াল রাখতে হবে। এটা উন্নত করতে হবে আরও। ফ্লোরেন্তিনোর (রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস) এখন কেবল মাঠ ভালো করা নিয়েই ভাবতে হবে, মাদ্রিদের মাঠ সবসময় যেমন (ভালো) ছিল। আমার দলের ছেলেরা আমাকে এরকমই বলেছে। লোকের অবশ্য এটাকে খারাপভাবে দেখা উচিত নয়। স্টেডিয়াম তো চোখধাঁধানো। আমি যখন খেলেছি, মাদ্রিদের মাঠও সবসময় দুর্দান্ত ছিল। কার্পেটের মতো ছিল এটি। এখন আগের মতো নেই। তবে আমি নিশ্চিত, তারা এটা ঠিক করে ফেলবে।’
Discussion about this post