স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ফাইনাল নিশ্চিত করে দলটি। কিন্তুু ম্যাচটিতে বায়ার্ন তারকা ডি লিটের গোল বাতিল করা নিয়ে সমালোচনা চলছেই।
বায়ার্নের কোচ টমাস তুখেল হারের জন্য রেফারিকে দায় দিয়েছেন। ডি লিট দাবি করেছেন লাইনসম্যান তার কাছে ভুল স্বীকার করেছেন। জানিয়েছেন অফসাইডের পতাকা তোলার জন্য লাইনসম্যান তাঁর কাছে ক্ষমা চেয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার লড়াইয়ে ফিরতি লেগ ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে মোট ৪-৩ গোলের জয়ে ফাইনালে উঠেছে রিয়াল। ফিরতি লেগে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে থাকতে যোগ করা সময়ের ১৩ মিনিটে ডি লিটের গোলের আগে অফসাইডের পতাকা তোলেন লাইনসম্যান। বায়ার্ন হারের পর লাইনসম্যানের এই সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
ওই সময় ডি লিট গোল করার আগেই লাইনসম্যান অফসাইড ধরায় এবং রেফারি বাঁশি বাজানোয় রিয়ালের খেলোয়াড়েরা খেলা থামিয়ে দিয়েছিলেন। লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায় বাঁশি বাজান রেফারি সাইমন মারচিনিয়াক। বাঁশি বাজানোর কারণে সেটি অফসাইড হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখার এখতিয়ার ছিল না ভিএআরের।
পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ওই অফসাইডের সিদ্ধান্তটি খুব ‘ক্লোজ’ ছিল। সমতায় ফেরার সুযোগ হারিয়ে পরে আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। ম্যাচ শেষে ডি লিট বলেছেন, ‘লাইনসম্যান আমাকে বলেছেন “দুঃখিত, ভুল করেছি।”’
অথচ ম্যাচে অফসাইড ধরে রিয়াল তারকা হোসেলুর গোল বাতিল করেছিলেন রেফারি। কিন্তুু ভিএআর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। হোসেলু গোলটি করার সময় অফসাইডের বাঁশি বাজার পরও অন্য লাইনসম্যান খেলা চালিয়ে যান।
ডি লিট বলেছেন, ‘নিয়ম অনুযায়ী, অফসাইড নিশ্চিত না হলে…খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো, আমার মনে হয় এটা বড় ভুল। অফসাইড হয়েছে কি না, আমি জানি না, সেটা ভিএআর পরীক্ষা করতে পারে। কিন্তু এটা (অফসাইড) পরীক্ষা করে না দেখলে বুঝলেন কীভাবে? এটা লজ্জার।’ ম্যাচের ৭১ মিনিটেও ভূমিকা রেখেছে ভিএআর। বায়ার্ন তখন ম্যাচে ১-০ গোলে এগিয়ে। রিয়াল তখন গোল পেলেও ভিএআরের মাধ্যমে দেখা যায়, বায়ার্নের জশুয়া কিমিখকে ফেলে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেজ। ফাউল করায় গোলটি বাতিল করে দেয় ভিএআর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post