স্পোর্টস ডেস্কঃ আবারও ব্যর্থ তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের রেকর্ড রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। রিস টপলির বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। মাত্র ১ রান করেছেন তামিম। পরের বলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
প্রথম ওভারে লিটন ভালো শুরু এনে দিলেও পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার তামিম। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টপলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। তামিম আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট শান্ত। দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
উইকেটে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গী লিটন দাস। ওভারের শেষ বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল টপলির। কিন্তু সাকিব তা ভালোভাবেই মোকাবিলা করেছেন। এর আগে ব্যাট করে ব্যাটারদের দৃঢ়তায় ৩৬৪ রানের পাহাড়সম পুঁজি পায় ইংল্যান্ড। সেই রান তাড়ায় ভয়াবহ বাজে শুরু হলো টাইগারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post