স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়লো জর্জিয়া। প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে আসা দলটি তারকা সিআর সেভেনের ফেবারিট পর্তুগালকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়লো দলটি।
ফিফা র্যাংকিংয়ে ৭৪ তম স্থানে থাকা জর্জিয়া ইউরোতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সর্বনিম্ন। তারাই চমকে দিলো। চেক প্রজাতন্ত্রের সাথে ‘ড্র’ করে পর্তুগালকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে গেলো প্রথমবার খেলতে আসা জর্জিয়া।
বুধবার রাতে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশনে পর্তুগাল ম্যাচে একাধিক পরিবর্তন করে মাঠে নামে। তবে পরিবর্তন খুব একটা কাজে দেয়নি। প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়ার কাছে নাজেহাল হয়েছে দলটি। কোনো বড় তারকাই ছাড়াই পরিকল্পিত ফুটবল খেলে জর্জিয়া পর্তুগালকে আটকে রেখেছে।
ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে পর্তুগাল। দেড় মিনিটের মাথায় খভিচা কভারতসখেলিয়া জর্জিয়াকে এগিয়ে দেন ১-০ গোলে। শুরুতেই লিড নেওয়া জর্জিয়া এরপর রক্ষণাত্মক হয়ে উঠে। পরিকল্পিত ফুটবল খেলতে থাকে দলটি। বাড়িয়ে নেয় পেছনের শক্তি।
গোল হজম করা পর্তুগাল একের পর এক আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি প্রথমার্ধের পুরোটা সময়। দেড় মিনিটের মাথায় হজম করা গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদেরকে।
বিরতির আগে প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন রোনালদো। ম্যাচের ২৮ মিনিটে ডি-বক্সের ভেতর জর্জিয়ার খেলোয়াড় রোনালদোর জার্সি ধরে টেনে রাখলেও পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। এটি নিয়ে রেফারির সঙ্গে তর্কবিতর্কে জড়ান রোনালদো। আর তাতেই সুইস রেফারি হলুদ কার্ড দেখান তাকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও জর্জিয়া পরিকল্পিত ভাবে খেলতে থাকে। আগেই শেষ ষেলো নিশ্চিত হয়ে যাওয়ায় পর্তুগাল কোচ দলে একাধিক পরিবর্তন করেছিলেন। তবে রোনালদোকে শুরু থেকেই খেলিয়েছেন। প্রথমার্ধের হজম করা গোল দ্বিতীয়ার্ধেও শোধ দিতে পারেনি পর্তুগাল।
উল্টো ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় জর্জিয়া। বিরতির পর খেলা শুরু হলে মিনিট পনেরোর মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা দলটি। ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে জর্জেস মিকাউতাদজে ব্যবধান ২-০ করে নেন। এরপরই জর্জিয়া রক্ষণাত্মক খেলতে থাকে। আক্রমণের চেষ্টা না করে নিজেদের গোলবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। যেই চেষ্টায় সফল হয় তারা। ম্যাচের বাকী সময়ে পর্তুগাল আর গোলের দেখা পায়নি।
ইতিহাস গড়ে ২-০ গোলের ব্যবধানে পর্তুগালকে হারিয়ে জর্জিয়া প্রথমবার ইউরোতে এসেই নিশ্চিত করলো শেষ ষেলো। দারুণ এক সুখকর স্মৃতি নিয়ে মাঠ ছাড়লো জর্জিয়ার ফুটবলাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post