স্পোর্টস ডেস্কঃ ইরানকে হারিয়ে এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করল কাতার। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ জর্দান। যারা বিদায় করেছে দক্ষিণ কোরিয়াকে. আগামী শনিবার ফাইনালে জর্ডানের মুখোমুখি হবে কাতার।
দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে সর্দার আজমুনের গোলে এগিয়ে গিয়েছিল ইরান। প্রথমার্ধেই এরপর গাবের আব্দুলসালাম ও আকরাম আফিফের গোলে লিড নেয় স্বাগতিক কাতার। ৫১ মিনিটে পেনাল্টি থকে গোল করে ইরানকে সমতায় ফেরান আলীরেজা জাহানবখশ। তবে ৮২ মিনিটে আলমুইজ আলী আবার এগিয়ে নেন স্বাগতিকদের। প্রায় ১৭ মিনিট যোগ করা সময়ে খেলা হলেও আর গোল পায়নি ইরান। মাঝে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শোজে খালিলজাদেহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post