স্পোর্টস ডেস্কঃ নতুন বছরে ভিন্ন এক দল নিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিবিহীন এই নতুন দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার (৩ জানুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল।
মুম্বাইয়ে শ্রীলঙ্কা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আগে ব্যাট করতে নামা ভারত শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। যদিও তাদের পরীক্ষিত একাধিক তারকা ক্রিকেটার নেই। রোহিত-কোহলিদের ছাড়াই মাঠে নেমেছে স্বাগতিকরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারায় দল ঢেলে সাজাচ্ছে বিসিসিআই। তারই অংশ হিসেবে তরুণদের নিয়ে মাঠে নেমেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভারত একাদশঃ হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কা একাদশঃ পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post