স্পোর্টস ডেস্ক:: ভারতের তরুণ তারকা ইয়াশাসভি জয়সওয়াল ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। পরপর দুই টেস্টে ‘ডাবল’ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ে দেখালেন চমক।এবার আইসিসির র্যাংকিংয়ে করেছেন দারুণ উন্নতি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ পনেরোতে উঠেছেন জয়সওয়াল। দ্রুতই সেরাদের তালিকায় নিয়ে যাচ্ছেন নিজেকে। সাদা পোশাকে র্যাংকিংয়ে নিজেকে ক্রমেই উপরের দিকে তুলছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে ভারতের ৪৩৪ রানের জয় এসেছে জয়সওয়ালের ২১৪ রানের অপরাজিত ইনিংসের কারণেই। ‘ডাবল’ সেঞ্চুরির এই ইনিংসের কারণে র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে এখন তার অবস্থান ১৫তম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post