স্পোর্টস ডেস্কঃ সদ্যই সমাপ্ত হলো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ দলের একাধিক তারকা। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই উন্নতি করেছেন টাইগার ক্রিকেটাররা।
এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বল হাতে বিশেষ করে দুর্দান্ত ছিলেন। ৪ উইকেট শিকার করে বোলারদের র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন তিনি। এই বাঁহাতি ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদির সাথে ১৬ নম্বরে অবস্থান করছেন।
৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদও উন্নতি করেছেন। ৫৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে ওঠে এসেছেন এই পেসার। বল হাতে দুই ম্যাচ খেলে মাত্র ১ উইকেট পেলেও, বেশ কিপটেমি বোলিং করেছেন নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনার তাই লম্বা লাফে ৩৩ নম্বরে ওঠে এসেছেন। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ক্যারিবিয়ান পেসার আলঝারি জোসেপের সাথে অবস্থান করছেন। উন্নতি করেছেন হাসান মাহমুদও। সিরিজে মাত্র এক ম্যাচ খেলা এই পেসার ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৪৩ নম্বরে অবস্থান করছেন।
এদিকে ব্যাট হাতে উন্নতি করেছেন লিটন দাস। উন্নতি করে এখন যৌথভাবে ১৮ নম্বরে অবস্থান করছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার। ৫৮৮ রেটিং পয়েন্ট নিয়ে উইন্ডিজের ব্রেন্ডন কিংয়ের সাথে যৌথভাবে অবস্থান করছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post