স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন তরুণ তারকা গড়লেন বিশ্ব রেকর্ড। রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে একুশ শতকের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার এক ম্যাচে করলেন চার গোল। ভ্যালেন্টিন কাস্তেলানোস ঝড়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে কার্লো আনচেলত্তির দল।
জিরোনাকে স্বপ্নের এক জয় এনে দিয়েছেন ভ্যালেন্টিন কাস্তেলানোস। নান্দনিক ফুটবল শৈলী প্রদর্শন করে একে একে চার গোল দিয়েছেন রিয়ালের মতো বড় দলের জালে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের কাছেই অসহায় আত্মসম্পূর্ণ করেছে ভিনিসিউস জুনিয়ররা।
লা লিগার ইতিহাসে একুশ শতকে কোনো ফুটবলার এক ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করতে পারেননি। ভ্যালেন্টিন কাস্তেলানোস সেটাই করে দেখালেন। গোলের হালি হজম করে লা লিগায় বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ। এক হালি গোল হজম করে ভিনিসিউস জুনিয়ররা হেরেছে জিরোনার কাছে। পয়েন্ট টেবিলের তলানির দলটি মাদ্রিদদের হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে।
রিয়ালের রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে জিরোনার আর্জেন্টাইন তারকা ভ্যালেন্টিন কাস্তেলানোস হ্যাটট্রিকসহ একাই করেছেন চার গোল। তার একার কাছেই উড়ে গেছে মাদ্রিদরা।
কার্লো আনচেলত্তির দল বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পেরে উঠেনি কাস্তেলানোসের কাছে। তিনি একাই ধ্বসিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির দলকে।
প্রথমার্ধেই জিরোনাকে এগিয়ে দেন ভ্যালেন্টিন কাস্তেলানোস। ম্যাচের ১২তম মিনিটে তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। সমতায় ফেরার আগেই রিয়াল হজম করে আরো এক গোল। ম্যাচের ২৪তম মিনিটে কাস্তেলানোস জোড়া গোল করে জিরোনাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে ম্যাচের ৩৪তম মিনিটে ব্যবধান কমায়। ম্যাচের স্কোর লাইন হয় ২-১। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জিরোনা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ভ্যালেন্টিন কাস্তেলানোস আবারো এগিয়ে দেন দলকে। করেন হ্যাটট্রিক। ম্যাচের ৪৬তম মিনিটেই রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে ৩-১ গোলে। বিধ্বস্ত কার্লো আনচেলত্তির দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৬৬তম মিনিটেই ভ্যালেন্টিন কাস্তেলানোস গোলের হালি পূর্ণ করেন।
৪-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ শেষ দিকে আরেকটি গোল পরিশোধ করে। বদলী নামা লুকাস ভাজকুয়েজ ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান ৪-২ করেন। তাতে কেবল হারের ব্যবধান কমে রিয়াল মাদ্রিদের।
৩০ ম্যাচ খেলা বার্সেলোনা ২৪ ম্যাচ জিতেছে। ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়েই থাকলো দলটি। ৩১ ম্যাচের ২০ ম্যাচ জেতা রিয়াল মাদ্রিদের জন্য শিরোপার দৌড়ে পেছালো এই হারে। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আনচেলত্তির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post