স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক ভারত। টাইব্রেকারে লেবাননকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিকরা। শিরোপার লড়াইয়ে কুয়েতের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর দল।
শনিবার দ্বিতীয় সেমিফাইনালে রাতের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ভারত ও লেবানন। দুই দলের জমজমাট ম্যাচটিতে গোলের দেখা পায়নি কেউ। নির্ধারিত ৯০ মিনিটেও গোল না হওয়াতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোনো দল। শেষ দিকে লেবানন ও ভারত বেশ কিছু আক্রমণ, পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ম্যাচ তাই যায় টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে স্বাগতিক ভারত ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
দিনের অন্য ম্যাচে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো কুয়েত। শক্তিশালী কুয়েতকে নির্ধারিত সময় গোল করতে দেয়নি বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ে গোল হজম করে ম্যাচ হারে। শিরোপার লড়াইয়ে এখন ভারতের মুখোমুখি হবে কুয়েত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post