স্পোর্টস ডেস্ক:: বারমুডার সাবেক ক্রিকেটার ডেভিড হ্যাম্প এইচপির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই জানালেন নিজের প্রত্যাশার কথা। জাতীয় দলের জন্য সব সময়ই প্রস্তুুত রাখবেন ক্রিকোরা। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে তৈরি করবেন শক্তিশালী পাইপলাইন।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বা নির্বাচকেরা চাইলেই যেনো তাদের চাহিদা মতো ক্রিকেটার পান এইচপি থেকে সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন হ্যাম্পার। আইসিসির তিন ফরম্যাটের র্যাংকিংয়ে শীর্ষ দশ জনে যতো বেশি ক্রিকেটার তুলা যায় সেই চেষ্টাই করবেন।
প্রধান কোচ বা জাতীয় দলের চাহিদা মতো খেলোয়াড় তৈরি করবেন জানিয়ে হ্যাম্পার বলেন, , ‘আমরা সিদ্ধান্ত নিব কিভাবে জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুুত করতে পারি। সব কন্ডিশনের জন্য প্রস্তুুত হতে আমরা উইকেট তৈরি করবো। আমরা চাই একসঙ্গে হয়ে চন্ডিকা বা মূল দল কী চাইছে, কী ধরনের খেলোয়াড় তাদের দরকার, কোন স্কিলে কমতি আছে ওগুলোতে উন্নতি করা। এজন্যই তারা (এইচপির ক্রিকেটাররা) এখানে। আমরা তাদের সাহস যোগাবো নিজেদের সেরা অবস্থায় যেতে। এখান থেকে সারা দুনিয়ার সব কন্ডিশনের জন্য খেলোয়াড় তুলে আনা সম্ভব।’
সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন জানিয়ে হ্যাম্পার আরো বলেন, ‘এখানে অনেক সমন্বয়ের ব্যাপার আছে। এই গ্রুপের অনেকে আরও বড় জায়গায় খেলে। আট-নয়জন এখন ‘এ’ দলের হয়ে খেলছে। মূল পার্থক্য হচ্ছে বয়সে। আমরা তরুণ গ্রুপটাকে পেয়েছি। জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের দিতে চাই যদি পারি।যেনো দরকার হলেই নির্বাচকেরা এইচপি থেকে ক্রিকেটার নিতে পারেন।’
বড় শিরোপার লক্ষ্যের কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেট ও তারা কীভাবে বড় শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বীতা করতে পারে সেটার ব্যাপার। কীভাবে র্যাংকিংয়ে তিন ফরম্যাটে আরও উপরে যেতে পারি, আইসিসি র্যাংকিংয়ের সেরা দশে আমরা কয়জন ক্রিকেটারকে নিতে পারি এসবও। সবগুলো প্যাকেজের যেন সঠিক শ্রেণিবিন্যাসটা করতে পারি। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post