স্পোর্টস ডেস্কঃ বুন্দেসলিগার ম্যাচে গত রাতে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ডর্টমুন্ড। এই জয়ে লাভ হয়েছে টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের। এদিকে পরাজয়ের পর বায়ার্ন কোচ টমাস টুখেল মেনে নিলেন, শিরোপা ধরে রাখার কোনো আশা আর নেই তাদের।
টুখেল আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন সম্ভাব্য চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে। গত রাতে বায়ার্নের হারের পর হফেনহাইমের বিপক্ষে ৮৭ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে লেভারকুসেন। গত মৌসুমে ৭১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। এবার ২৭ ম্যাচেই ৭৩ পয়েন্ট হয়ে গেছে লেভারকুসেনের। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০। তাই দলটির কোচ লেভারকুসেনকে অভিনন্দন জানালেন।
ডর্টমুন্ডের কাছে হারার পর টুখেল হতাশ দলের মানসিকতায়, ‘আমরা অবশ্যই হতাশ, কারণ ম্যাচ জয়ের প্রয়োজনীয় তাড়না আমাদের ছিল না। মৌলিক ব্যাপারগুলোর সামান্যই আমরা করতে পেরেছি। স্কাই স্পোর্টস জার্মানিকে বায়ার্ন কোচ আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (শিরোপা হাতছাড়া)। আজকের খেলার পর আর পয়েন্ট গোনার দরকার নেই। কত এখন (ব্যবধান)…? লেভারকুসেনকে অভিনন্দন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post