নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছরের মতো এবারও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় (এনইইউবি) স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ইনডোর গেমস চ্যালেঞ্জ ২০২৩’র। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিশ্বাস পঞ্চম আসরের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপাচার্য মহোদয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উপাচার্য মহাদয় তার শুভেচ্ছা বক্তব্যে জানান, ”পড়ালেখার পাশাপাশি এমন খেলার আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত ও আনন্দিত করে থাকে। বিগত দিনগুলোতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি যেভাবে ক্লাবগুলোর পাশে ছিল ঠিক তেমনি সামনের দিনগুলোতেও ক্লাবগুলো সকল ধরনের সুযোগ সুবিধা ও পরামর্শ পাবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ শাহজাদা আল সাদিক, প্রক্টর ও ইংরেজী বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি স্পোর্টস ক্লাবের এডভাইজর গোলাম ফারুক রাসেলসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিন ফ্যাকাল্টি সদস্যদের জন্য আয়োজন করা হয় পেনাল্টি শুট আউট, পট ব্রেকিং এবং ডার্ট বোর্ড খেলার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খেলা পেনাল্টি শুট আউট, বল বাস্কেট এবং পিলো পাসিং হয়েছে এদিন। এছাড়াও ইনডোর ক্রিকেট, ইনডোর ফুটবল, ব্যাডমিন্টনসহ ফ্যাকাল্টি ও শিক্ষাথীর জন্য ২২টি ইভেন্ট নিয়ে আয়োজন করা হয়েছে পঞ্চম আসর।
উদ্বোধনী অনুষ্ঠানসহ পুরো ইনডোর গেম আয়োজনে এনইইউবি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট জাবের ইসলাম ও জেনারেল সেক্রেটারি জয়তোষ দাসের নেতৃত্বে কাজ করছে ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আল ইমাজ লিয়ন। এছাড়া ক্লাবটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া রেমি, ভাইস প্রেসিডেন্ট আহাদ বক্স, অর্গানাইজার সেক্রেটারি প্রত্যয় চৌধুরী, অর্গানাইজার তানভীর চৌধুরী, মিডিয়া হাইপ ইফা, এক্সিকিউটিভ মেম্বার রাকিবসহ ক্লাবের সদস্যগণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post