স্পোর্টস ডেস্কঃ বিপিএলে গত শনিবার সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারায় ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বরিশালর ১৮৩ রানের জবাবে সিলেট যেতে পারে ১৬৫ পর্যন্ত। গতবারের রানার্স আপ দলটি এবার সপ্তম ম্যাচে হারল ১০ ম্যাচ খেলেই।
সব হারিয়ে বাড়ির পথে থাকা সিলেট শেষের আগে দলে নিয়েছে কেনার লুইসকে। রোববার (১৮ ফেব্রুয়ারি) নিজেদের সামাজিক মাধ্যমে লুইসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে আসরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে সিলেট।
সবশেষ ২০২২ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন লুইস। জ্যামাইকা তালাওয়াস, আবু ধাবি নাইট রাইডার্সসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এ ব্যাটার এখন পর্যন্ত ৪৯ টি-টোয়েন্টি খেলে ১৮.৬৫ গড় ও ১২৫.১০ স্ট্রাইকরেটে করেছেন ৮৭৭ রান। এদিকে লুইস কোনো ক্রিকেটারের বদলি কীনা এ ব্যাপারে কোনো তথ্য জানায় নি সিলেট ফ্র্যাঞ্চাইজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post