স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষ দুই লেগ মিলিয়ে পাওয়া জয়ে শেষ আট নিশ্চিত করল পিএসজি। গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে সোসিয়েদাদের মাঠে তারা জিতেছে ২-১ গোলে। প্যারিসের দলটির দুটি গোলই কিলিয়ান এমবাপের । এর আগে প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এক গোল করেছিলেন এমবাপে।
দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। সোসিয়েদাদের মাঠে ১৫ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় পিএসজি বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিজের দ্বিতীয় গোল করেন করেন এমবাপে। তার ৫৬ মিনিটের গোলে ব্যবধান ২-০ করে পিএসজি।
এরপর ম্যাচের শেষ সময়ে ৮৯ মিনিটে দুই লেগের একমাত্র গোল করে সোসিয়েদাদ। দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। এই নিয়ে ১৫ আসরে চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্বে পিএজির হয়ে ১১ গোল করলেন এমবাপে। আর সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৪৬তম গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪তম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post