নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছেন লিটন দাস-তামিম ইকবাল। তারা খেলবেন না মঙ্গলবারের ম্যাচে। এদিকে প্রথম দুই ম্যাচে দলে না থাকা তাসকিন আহমেদকে ফেরানো হয়েছিল। তবে তিনি পেটের অসুখে ভুগছেন তাই বাদ পড়েছেন আবার।
তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার খালেদ আহমেদ। আজ সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘পেসার তাসকিন আহমেদকে মূলত তৃতীয় ওয়ানডের জন্য দলে নেওয়া হয়েছিল, কিন্তু এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’
এর আগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য ১৪ জনের দল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ তাতে বাদ পড়েছিলেন। কিন্তু তাসকিন আহমেদ কিছুটা অসুস্থ থাকায় তাকে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে তৃতীয় ওয়ানডের দলে আগেই ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চোটের কারণে তৃতীয় ওয়ানডের দলেও রাখা হয়নি আরেক পেসার তানজিদ হাসান সাকিবকে। গতকালই বিসিবি জানিয়েছিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না লিটন।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, আফিফ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post