নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ বল হাতে রেখেই ভারত নারী দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এতে করে সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। তবে শেষ ম্যাচে এসে শক্তিশালী ভারতকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের বিপক্ষে এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি জিতল বাংলাদেশের মেয়েরা। তবে এবারই প্রথম ঘরের মাঠে জিতেছে টাইগ্রেসরা। সেটিও আবার মিরপুরের হোম অব ক্রিকেটে। যেখানে কি না, ১১ বছর পর এই সিরিজ দিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল।
ভারতের দেওয়া ১০৩ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বেশ ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে সেই ছন্দে ব্যাঘাত ঘটে। ফের তীরে এসে তরি ডুবার শঙ্কা জাগে। কিন্তু শেষ পর্যন্ত আর সেটি হয়নি। শঙ্কা উড়িয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
যেই জয়ে অবদান ওপেনার শামীমা সুলতানার। ৪৬ বলে ৩ বাউন্ডারিতে ৪২ রানের দারুণ এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। এর বাইরে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে ১৪, সুলতানা খাতুনের ব্যাট থেকে ১২ রান আসে। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়া নাহিদা আক্তার ৬ বলে ১০ ও রিতু মনি ৮ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে মিন্নু মনি ও দেবিকা বৈদ্য ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি ভারত। মিরপুরের শেষ টি-টোয়েন্টিতে ফের একবার বাংলাদেশ নিজেদের বোলিং নৈপুণ্য দেখিয়েছে।
ভারত দলের পক্ষে অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। ৪ বাউন্ডারিতে ২৮ রান আসে জেমিমাহ রদ্রিগেজের ব্যাট থেকে। এই দুজনের বাইরে আর কেউ বলার মতো রান করতে পারেননি।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। এর বাইরে সুলতানা খাতুন ২টি, নাহিদা, ফাহিমা ও স্বর্ণা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post