স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দোর সঙ্গে চুক্তি করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতে এই লঙ্কান ব্যাটারকে দলে নিয়েছে বন্দর নগরীরর দলটি। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
২০১৯ বিপিএলে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছিলেন আভিস্কা। এবারও আসছেন তাদের জার্সিতে। তবে শ্রীলঙ্কার এই ওপেনারকে কয় ম্যাচের জন্য পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। বিপিএল চলাকালীন সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে। এজন্য নিশ্চিয় নয় আভিস্কা কয় ম্যাচ খেলবেন বিপিএলে।
বিদেশি ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাবেন কুশল মেন্ডিস, আব্দুল্লাহ শফিক, উইল জ্যাকস, বিলাল খান, মুহাম্মদ ওয়াসিম, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, নাজিবউল্লাহ জাদরান ও কার্টিস ক্যাম্ফাররা। এদিকে গুঞ্জন আছে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং ইংল্যান্ডের ফিল সল্টকে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত নয় কিছুই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post