স্পোর্টস ডেস্ক:: পেসার মারুফার আগুনে বোলিংয়ের পরও নারীদের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ দল। লঙ্কান নারীরা ১০ বল হাতে রেখে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগার নারীদের।
আগে ব্যাট করা বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৮ উইকেটে ১২৬ রান তুলে। ১২৭ রানের টার্গেটে খেলতে নামা শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান তুলে ৮ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লাল সবুজের প্রতিনিধিরা। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও শেষ দিকে ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে পারেন নি।
ব্যাট নামা বাংলাদেশ শুরুতেই হারায় উইকেট। রানের খাতা খোলার আগেই রানআউটে বিদায় নেন ওপেনার মুরশিদা খাতুন। ১৩ বলে ২০ রান করেন আরেক ওপেনার শামিমা সুলতানা। ৪ চারে ইনিংস সাজান তিনি। ৩২ বলে ২৯ রান করেন সোবহানা মোস্তারি। ৫ চার হাঁকান তিনি।
অধিনায়ক নিগার ৩৪ বলে ১ চারে ২৮ রান করেন। অভিষিক্ত স্বর্ণা ৬ বলে ৫ রানের বেশি করতে পারেন নি। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান। ওশাদি রানাসিংহে এক ওভারে নিগার-লতাকে ফিরিয়ে মূলত ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।
১২৭ রানের টার্গেটে খেলতে নামা লঙ্কানরাও দ্রুত উইকেট হারায়। মারুফা তুলে নেন তাদের তিন উইকেট। ১৭ রান থেকে ২৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় দলটি। এরপরই কেবল হতাশা। বাংলাদশের বোলাররা নিতে পারেননি আর কোনো উইকেট।
শ্রীলঙ্কানদের হয়ে হর্ষিতা হাফ সেঞ্চুরি করে। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করে তিনি অপরাজিত থাকেন। ৫০ বলের ইনিংসে আটটি চার ও এক ছক্কা হাঁকান তিনি। ১৫ রান করেন চামারি আথাপাত্তু। নীলাক্ষী ডি সিলভা ৪১ রানে অপরাজিত থাকেন। ৩৮ বলের ইনিংসে দু’টি চার হাঁকিয়েছেন তিনি। ১০ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে মারুফা ৪ ওভারে ২৩ রানে ৩টি উইকেট লাভ করেন। উইকেটের দেখা পাননি অন্য কোনো বোলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post