স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে এবারের আইপিএলে খেলাই হয়নি শ্রীলঙ্কান এই লেগ স্পিনারের। এদিকে দলটির পেসার মাতিশা পাতিরানাকেও চোট নিয়ে আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছে। এ দুজনকে নিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
ঘোষিত দলে অভিজ্ঞতার পুরো মূল্যায়নই করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাশুন শানাকা, দুশমান্থ চামিরাদের নিয়ে শক্তিশালী দল দাঁড় করিয়েছে তারা।ভানুকা রাজাপাকশে ১৫ জনের মূল দলে না থাকলেও দলের সঙ্গে বিশ্বকাপের আসরে উড়ে যাবেন। কেননা তাকে ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। ভানুকার সঙ্গে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বিজয়কান্ত বিশ্বকান্থ, যাকে চলতি আইপিএলে ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া চারজনের রিজার্ভ তালিকায় রয়েছেন অসিথা ফার্নান্ডো ও জনিথ লিয়ানাগে।
দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস ও পেসার নুয়ান থুশারা। বাংলাদেশের বিপক্ষে গত মার্চে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিশকা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, বিনুরা ফার্নান্দো ও জেফ্রি ভ্যান্ডারসে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ৩ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক আসরে পথচলা শুরু করবে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা
ট্রাভেল রিজার্ভ : আসিথা ফার্নান্দো, বিজয়কান্থ বিশ্বকান্থ, ভানুকা রাজাপাকশে এবং জানিথ লিয়ানাগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post