স্পোর্টস ডেস্কঃ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে টাইগার শিবিরে শঙ্কা ছিল তাসকিন আহমেদকে নিয়ে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলা হয় নি তাঁর। তবে আশার খবর, বোলিং অনুশীলন শুরু করেছেন তাসকিন।
বিসিবির চিকিৎসক বায়েজিদ ইসলাম বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে। অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল, যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আনা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post