স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে রেকর্ড জয়ের দেখা পেয়েছে স্বাগতিক ভারত। সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন তারা ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইংলিশদের। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় সবচেয়ে বড় জয় পায় রোহিত শর্মার দল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। তবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ে চোখ ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের।
ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি আপনি যেভাবে চান, সবকিছু সব সময় সেভাবে হয় না। আমরা সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছি। এখনো দুই ম্যাচ বাকি। তাই ৩–২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিয়ে ঘরে ফেরার দারুণ সুযোগ আছে। এটা নিশ্চিত করতে চাই যে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে যা আসছে, সেটার দিকে মনোযোগ দিচ্ছি। কারণ, মনস্তাত্ত্বিকভাবে ম্যাচ জেতাও যায় আবার হারাও যায়। এ সপ্তাহে আমাদের সঙ্গে যা ঘটে গেল, সেই আবেগ ও হতাশা থেকে বের হব এবং পরবর্তী সপ্তাহ (ম্যাচ) নিয়ে ভাবব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post