স্পোর্টস ডেস্কঃ উগান্ডাকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল আগেই বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড। অনায়াস জয়ের পথে রেকর্ড বইয়েও ঝড় তুলল কিউইরা। নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। শনিবার (১৫ জুন) ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডার দেওয়া ৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ বল হাতে রেখে জিতেছে কেন উইলিয়ামসনের দল।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ করে দেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৮৮ বল বাকি থাকতেই ৪১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। বিশ্বকাপে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয় আছে আর দুটি। চলতি বিশ্বকাপেই ওমানকে ১০১ বল বাকি থাকতে হারিয়েছে ইংল্যান্ড। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল বাকি থাকতে জিতেছিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড এটি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৭৪ রানের লক্ষ্য ৭৪ বল বাকি থাকতে ছুঁয়েছিল তারা।
আজ জবাব দিতে নেমে ১৭ বলে ৯ রানে ওপেনার ফিন অ্যালেন আউট হলেও ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্রের ব্যাটিংয়ে নিউজিল্যান্ড জয়ের দেখা পায়। ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। রাচীন ১ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কেবল ৪ রান দেন টিম সাউদি। তুলে নেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট, রাচীন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার শিকার করেন দুটি করে উইকেট। ৪ ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট নেওয়া সাউদির স্পেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার পূর্ণ করা বোলিংয়ে এটিই সবচেয়ে কম রান দেওয়ার ঘটনা। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন উগান্ডার ফ্রাঙ্ক সুবুগা।
Discussion about this post