স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেল রাতে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ শেষে ছড়িয়েছে উত্তেজনা। ব্যাঙ্গালোর তারকা বিরাট কোহলির সাথে লখনৌর ক্রিকেটার নাভিন উল হক ও মেন্টর গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। লো স্কোরিং লড়াই শেষে অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেন এই তিন জন।
মাঠেই তর্ক বাঁধিয়ে শাস্তিও পেয়েছেন তারা। এর মধ্যে কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। মূলত আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর অপরাধ করায় এই শাস্তি পেলেন দুজন। তাছাড়া একই তর্কে জড়িয়ে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লখনৌর উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লখনৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান ব্যাঙ্গালোরের সাবেক এই অধিনায়ক।
ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর তখনই শুরু হয় ঝামেলা। প্রথমত আফগানিস্তানের পেসার নাভিন উল হকের সাথে কোহলির দ্বন্দ্ব হয়। পরবর্তীতে কাইল মায়ার্সকেও দেখা যায় সেখানে। সবশেষ সেটা রূপ নেয় কোহলি ও গম্ভীর বিতর্কের।
হাত মেলানোর সময় ঠিক কী হয়েছিল, কে কাকে কী বলেছিল, সেই সম্পর্কে জানা যাচ্ছিল না। তবে বিষয়টি খোলাসা করেছেন আফগান তারকা নাভিন। ইনস্টাগ্রামে এক স্টোরিতে তিনি জানিয়েছেন, কোহলি তাকে কী বলেছিল। একইসাথে জানিয়েছেন, সম্মান দিলে সম্মান পাবেন।
নাভিন ভাষ্যমতে, ”সবসময় পরামর্শ নিতে প্রস্তুত, সম্মান দিতেও। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু কেউ যখন বলে, ‘তোমরা সবাই আমাদের পায়ের নিচে আছ এবং সেখানেই থাকবে…।’ এমনটা বললে ওটা আমাকে নয় শুধু, আমার দেশের মানুষদেরকে নিয়েও বলা। সম্মান দিলে, সম্মান পাবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post