নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা। দলীয় ৫ রানে কুশাল পেরেরাকে ফেরান শরিফুল ইসলাম। এরপর দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। ঝোড়ো ব্যাটিং করা নিশাঙ্কা ফেরেন অর্ধ-শতক হাঁকানোর আগেই। ৩৬ বলে ৪১ রান করে তানজিম সাকিবের শিকার হন তিনি।
দলীয় ৭২ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েছেন সাদিরা সামারাবিক্রমা ও চারিত আসালাঙ্কা। দুজনের জুটি ইতোমধ্যে ৫৮ রানের। এর আগে ৩৬ বলে ৪১ রান করে থামেন পাতুম নিসাঙ্কা। এর আগে টস জিতে বোলিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। তার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পেরেরা। ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন মুশফিক।
৪ রানে ফিরে যান পেরেরা। এরপর কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা দেখেশুনে খেলতে খেলতে দলের রান বাড়াতে থাকেন। এই দুজনের ৬১ রানের জুটি ভাঙেন সাকিব। ৩০ বলে ১৯ রান করা মেন্ডিস সাকিবের বলে লং অনে ক্যাচ তুলে দেন। দৌড়ে এসে লঙ্কান অধিনায়কের ক্যাচটি লুফে নেন শরিফুল ইসলাম। তারপরের ওভারেই নিশাঙ্কাকে বিদায় করেন তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপ অভিষেকে এটাই এই পেসারের প্রথম উইকেট। অসাধারণ ছন্দে খেলতে থাকা নিশাঙ্কাকে ইনসাইড এজে বোল্ড করে ফেরান তানজিম সাকিব। ফেরার আগে তার ব্যাটে আসে ৩৬ বলে আটটি চারে ৪১ রান। দলীয় ৭২ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post