নিজস্ব প্রতিবেদকঃ শুরুর ধাক্কা সামলে উঠে আয়ারল্যান্ড দলকে টেস্টের বাস্তবতা বোঝাচ্ছে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছেন দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে চড়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখাল বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭০ রান। এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ১৩৬ রান। ব্যাট হাতে ফিফটি হাঁকিয়েছেন সাকিব ও মুশফিক। সাকিব ৭৪ বলে ১২ চারের মারে ৭৪ রানে অপরাজিত আছেন। মুশফিক অপরাজিত ৭৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রানে। দুজনের জুটিও ইতিমধ্যে একশ পার হয়েছে।
মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের প্রথম ইনিংসে আগের দিনের করা ২ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন আজ সকালে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক।
মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড আউট হয়ে মুমিনুল বিপদে ফেলে যান দলকে। দলীয় ৪০ আর ব্যক্তিগত ১৭ রানে কাঁটা পড়েন এই বাঁহাতি ব্যাটার। ৪০ রানের ৩ উইকেট হারানো দলের হয়ে এরপরই হাল ধরেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনের দারুণ জুটিতে ছুটছে বাংলাদেশ। ইতিমধ্যেই দলের রান পার হয়েছে দেড়শ’র ঘর। দুইশর পথে রয়েছে টাইগাররা।
মুশফিক-সাকিবের জুটির রানও পার হয়েছে একশর কোটা। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান এখন ১৩০। ব্যক্তিগতভাবেও ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে আক্রমণাত্বক ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। মাত্র ৪৫ বলেই ফিফটি পূরণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সাকিবের এটি ৩১তম ফিফটি। আগের দিন বোলিং না করার বিতর্ক এদিন ব্যাট হাতে ধুয়েমুছে দিচ্ছেন। এখন ছুটছেন সেঞ্চুরির পথে।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ফিফটি হাঁকিয়েছেন মুশফিকও। ৬৯ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ২৬তম টেস্ট ফিফটি পূরণ করেন এই ডানহাতি ক্রিকেটার। এর আগে সাকিবও ফিফটি পূরণ করেন বাউন্ডারি হাঁকিয়ে।
আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছে। সেই রান টপকাতে বাংলাদেশকে এখন করতে হবে আর ৪৪ রান। এরপরই ম্যাচে লিড নিতে পারবে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post