স্পোর্টস ডেস্কঃ বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের দুইটি ম্যাচেই খেলবেন সাকিব আল হাসান। শুধু তাইই না, চলতি বছরের ৮টি টেস্টের সবখানেই তিনি থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখ থেকে সাকিবের ব্যাপারে শোনা গেল ইতিবাচক কথাই। সাম্প্রতিক সময়ে সাকিবের মাঝে পরিবর্তন দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘হ্যাঁ। সে ভালো ব্যাট করছে। তাকে বেশি ফিট মনে হচ্ছে দেখে। কিছু চোখের টেস্টের মধ্য দিয়েও গেছে সে। সে জানিয়েছে, এর ফলে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে, আগের সমস্যাগুলো কাটিয়ে।’
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (শুধু দ্বিতীয় টেস্ট) ও সৈয়দ খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০