স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জ্বলে উঠলেন সাকিব আল হাসান। দারুণ এক ফিফটিতে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করেছে। ফিফটি হাঁকানো সাকিব অপরাজিত থাকেন ৬৪ রানে।
সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে আরিয়ান রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ১ রান করেছেন এ টাইগার ওপেনার। শান্তর বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই ফেরেন লিটন দাস। এই উইকেটটাও নিয়েছেন আরিয়ান। নিজের খেলা দ্বিতীয় বলে আরিয়ানকে উড়িয়ে মারতে গিয়ে লিটন ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বলে ১ রান করেছেন তিনি।
দলীয় ২৩ রানে ২ উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ জুটি গড়েন সাকিব এবং তানজিদ তামিম। ৩২ বলে ৪৮ রানের দুর্দান্ত এই জুটি ভাঙে দলীয় ৭১ রানে তামিম সাজঘরে ফেরায়। নবম ওভারে ফন মিকেরেনের বলে ক্যাচ হয়ে ফেরেন তিনি। ২৬ বলে ৩৫ রান করেছেন তরুণ এই ব্যাটার। ৫ চার ও ১ ছক্কায় তিনি তাঁর এই ইনিংস সাজান। এরপর দ্রুত বিদায় নেন তাওহীদ হৃদয়। ৯ রান করতে ১৫ বল খেলেন তিনি। হাঁকাতে পারেন নি কোনো বাউন্ডারি। মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে এসে ২টি করে ছক্কা-চারে ২১ বলে ২৫ রান করেন।
রিয়াদের বিদায়ের পর জাকের আলী অনিককে নিয়ে বাকী কাজটুকু সারেন সাকিব। তাঁকে দারুণ সঙ্গ দেন তরুণ জাকের। মাত্র ৭ বলে ৩ চারে ১৪ রান করেন তিনি। এদিকে দীর্ঘদিন ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব। চলমান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রান পাননি। আর তাতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। আজ পেয়েছেন ফিফটির দেখাও। ডাচদের বিপক্ষে ৩৮ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করছেন সাকিব। ৯ চারে সাজান আজকের ইনিংস। ডাচদের হয়ে ২টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও পল ফন ম্যাকেরিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post