নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকার প্রথম পর্ব শেষ। এখন সব দল অবস্থান করছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
শুক্রবার চট্টগ্রাম পর্বের বিপিএল শুরুর ম্যাচে মুখোমুখি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ঢাকা পর্বে দুটি ম্যাচ খেলেছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম। সেখানে এক জয়ের বিপরীতে আছে এক হার। ‘হোম’ ভেন্যুতে নতুন শুরু করবে চ্যালেঞ্জাররা এমনটাই বলেছেন চট্টগ্রামের প্রধান কোচ জুলিয়ান উড।
সংবাদ সম্মেলনে উড বলেন, ‘আমার দলে নামকরা কোনো ক্রিকেটার নেই। সবাই মিডিওকার। কিন্তু এটাই সুযোগ নিজেদের লাইমলাইটে নিয়ে আসার। এ আসর দিয়ে তারা নিজেদের চেনাতে পারে। আমিও এটাই চাই তাদের কাছে। আমি চট্টগ্রামে সব ম্যাচ জেতার জন্য খেলব, কিন্তু হেরে গেলে দুঃখ থাকবে না। আমার টার্গেট ছেলেরা যেন নিজেদের সামর্থ্যটা বোঝে।’
চট্টগ্রামের সমান এক জয় বরিশালের। দলটিতে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি, তবু নিজেদের প্রথম দুই ম্যাচে সেরা ক্রিকেট খেলতে দেখা যায় নি তাদেরকে। তবে চট্টগ্রামের উইকেট প্রথাগতভাবে ব্যাটারদের পক্ষে কথা বলায়, দল নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের জার্সিতে খেলা পেসার এবাদত হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post