স্পোর্টস ডেস্কঃ কোচ ক্রিস্তোফার গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি। এক বিবৃতিতে বুধবার ফরাসি এই কোচের সাথে সম্পর্ক ছিন্ন করার খবর নিশ্চিত করে প্যারিসের দলটি। চুক্তি অনুযায়ী আরও এক বছর পিএসজিতে থাকার কথা ছিল গালতিয়েরের। কিন্তু এর আগেই চাকরি হারালেন তিনি।
গালতিয়েরকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচ নিয়োগের খবর জানিয়েছে পিএসজি। প্যারিসের দলটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান তিনি। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ। এবার ফিরলেন ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব- পিএসজির দায়িত্বে।
এনরিকে এর আগে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন। এদিকে গালতিয়েরের অধীনে ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপা জেতে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটির পথচলা থেমে যায় শেষ ষোলোতেই। এরপর থেকেই সমর্থকদের রোষানলে পড়েন সাবেক এই লিল কোচ। এবার চাকরি হারালেন মেয়াদ থাকা অবস্থায়।
পিএসজির দায়িত্ব পাওয়া এনরিকে খেলোয়াড়ী জীবনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়েছেন। সাবেক এই তারকা পরে কোচিংয়ে বার্সেলোনায় তিন বছরের দায়িত্বে ছিলে দারুণ সফল। তার কোচিংয়ে দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এর আগে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্পেনের সেল্তা ভিগো ও ইতালির রোমায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post