নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবালকে ছাড়াই ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। ১৫ সদস্যের দলে আছে কয়েকটি চমক। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
বিসিবি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে বসেছিলেন মুশফিক। জার্সির বক্সটা এই উইকেটকিপার ব্যাটারের হাতে ধরিয়ে দিতেই হাসি ফুটবল মুখে। জার্সি নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’
বাংলাদেশের বিশ্বকাপ দলে ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে আছেন তানজিদ হাসান তামিম। দলে ওপেনার দুজন, লিটন দাস-তানজিদ হাসান। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে নেই সাবেক অধিনায়ক তামিম।
দলে অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। বাঁহাতি স্পিনে আছেন নাসুম আহমেদ। আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তবে তৃতীয় ওপেনার নেই, আর সেটি ভোগাতে পারে বাংলাদেশকে।
বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গোয়াহাটিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে রওয়ানা হবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post