স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেন জিতলেন ইয়ানিক সিনার। র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা মঙ্গলবার ৭-৬ (৭-৪), ৬-২ গেমে জেতেন। ২৩ বছর বয়সী সিনার ২০০৮ সালে অ্যান্ডি মারের (২১ বছর) পর সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে সিনসিনাটি ওপেন জয়ের কীর্তি গড়লেন।
যুক্তরাষ্ট্রের ওহাইওতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শিরোপা লড়াইয়ে নামেন সিনার ও টিয়াফো। প্রথম সেটে লড়াই হলো হাড্ডাহাড্ডি। টাইব্রেকে জিতে এগিয়ে গেলেন সিনার। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না তিনি। এই ইতালিয়ান গত কয়েক মাস ধরে অবশ্য নিতম্বের সমস্যায় ভুগছেন। এখন সিনারের মনোযোগ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে, নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে আগামী সোমবার শুরু হবে এই টুর্নামেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০