স্পোর্টস ডেস্ক:: কিছুক্ষণ আগেই সিলেটকে গুড়িয়ে দিয়েছে চিটাগাং কিংস। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন পেসার শরিফুল ইসলাম। দলের পারফরম্যান্স, তার নিজের পারফরম্যান্স ছাড়িয়ে সংবাদ সম্মেলনে হয়ে উঠলো পারিশ্রমিক কেন্দ্রিক।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কাণ্ডে আলোচনার বাইরে আছে চিটাগাং কিংস। অথচ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের টিকমতো পারিশ্রমিক দিচ্ছে না। লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন কোনো পারিশ্রমিক ছাড়াই বিপিএল ছেড়ে নিজের দেশে ফিরে গেছেন। দলটির দেশী ক্রিকেটার পারভেজ ইমন হোসেনও এক টাকাও পাননি।
দলের মালিক সামির কাদের স্বীকার করেছেন ইমনকে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি। গণমাধ্যমে করেছেন বেফাঁস মন্তব্যও। তার দাবি ক্রিকেটার ইমন তাকে সন্তুুষ্ট করতে পারেননি। তাই তার টাকা দিচ্ছেন না। তিনি সন্তুুষ্ট হলেই টাকা দেবেন। সংবাদ সম্মেলনে তাই শরিফুলের কাছে প্রম্ন ছিলো তিনি কি দলের মালিককে সন্তুুষ্ট করতে পেরেছেন? হাসি মুখে এর জবাবে সবাই টাকা পাবেন আশা করে শরিফুল বলেন, “আমার সঙ্গে ওরকম কথা হয়নি। আশা করি, সবার পেমেন্ট উনি দেবেন। এটা সবাই বিশ্বাস করে, প্রতিটি খেলোয়াড় যখন খেলে। এখন দেখা যাক…।”
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে বিতর্ক এত ব্যাপক ও প্রবল যে, চিটাগং কিংসের কাণ্ড কিছুটা আড়ালেই পরে গেছে। নইলে একই দায়ে কাঠগড়ায় তুলতে হয় এই দলকেও। দলের বিদেশি ক্রিকেটারসহ কয়েকজনকে কোনো টাকাই দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। লঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন কিছুই না পেয়ে দেশে ফিরে গেছেন বলেও খবর হয়েছে সংবাদমাধ্যমে।
চিটাগাং কিংসের অনেক খেলোয়াড়ই পারিশ্রমিক পাননি। শরিফুল আশা করছেন গতকাল ম্যাচ শেষে সবাই পেমেন্ট পেয়ে যাবেন। সংবাদ সম্মেলনে এই পেসার বলেন, “পেমেন্টের ইস্যুটা কী বলব… আমার মনে হয় উনি আজকে (গতকাল রাতে)… অনেক খেলোয়াড়কেই দেওয়ার কথা। দেখা যাক, আজকের দিনটি পার হলে বুঝতে পারব।”
গত রাতে সিলেট স্ট্রাইকার্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শরিফুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০