নিজস্ব প্রতিবেদক:: ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে থাকা দল সিশেলস। যে দলে নেই পেশাদার ফুটবলার। কেউ রাজমিস্ত্রী, কেউ ড্রাইভার, কেউ জাহাজের তত্ত্বাবধায়ক। সেই দলটির বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে কোনো মতো।
দুই ম্যাচের সিরিজের আজ মঙ্গলবার শেষ ম্যাচ। ১-০ গোলের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিততে চায় সিরিজ। সিশেলসকে আজ হারাতে পারলেই বা ”ড্র” করলেই সিরিজ বাংলাদেশের। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। অথচ এই দলটির বিপক্ষেই প্রথম ম্যাচে জিততে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। তারিক কাজীর একমাত্র গোলেই কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভুঁইয়ারা।
আজ শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। খাদিমনগরের বিকেএসপতিে অনুশীন সেরেছে সিশেলস। অতিথিরা আজ জিতে সমতায় শেষ করতে চায় সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post