নিজস্ব প্রতিবেদক:: বিশ্বের উন্নত দেশগুলোর নাগরিকত্ব নিতে চান অনেকেই। ক্রীড়া বিশ্বের অনেক তারকাই উন্নত জীবনের আশায় নিজ দেশের নাগরিত্ব ছেড়ে উন্নত দেশগুলোর নাগরিকত্ব নেন। খেলার মাঠে রাখেন প্রতিভার ছাপ। এক নাইজেরিয়ানও তার নিজস্ব জাতি স্বত্তা ভুলে নিলেন বাংলাদেশের নাগরিকত্ব। স্বপ্নের লাল সবুজের জার্সিও জড়ালেন গাঁয়ে।
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে ভিনদেশী কেউ লাল-সবুজের জার্সি এর আগে গাঁয়ে জড়াননি। নিজ দেশের নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নেন। ঘরোয়া ফুটবলে খেলতে আসা নাইজেরিয়ান এলিটা কিংসলে ক্রমেই মুগ্ধ হয়েছেন বাংলাদেশের মানুষে। বাংলার ক্রীড়া প্রেমী মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
একটা সময় নিজের নাগরিকত্ব বদলে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। দীর্ঘ লড়াই শেষে সেই ইচ্ছে পূরণ হয় বছর দেড়েক আগে। বাংলাদেশের নাগরিকত্ব পেলেও আইনী জঠীলতায় এতোদিন মাঠে নামা হচ্ছিলো না। অবশেষে সিলেট জেলা স্টেডিয়ামে তার ইচ্ছে পূরণ হয়েছে। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেও ভিনদেশী কেউ লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটা কিংসলের। শনিবার সিশেলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এলিটা কিংসলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড আমিনুর রহমান সজিবকে বসিয়ে দেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। আর তার পরিবর্তেই মাঠে নামানো হয় কিংসলেকে। স্বপ্নের অভিষেক ঘটে আবাহনীর এই ফুটবলারের।
নাইজেরিয়ার ফুটবলার হিসেবে বাংলাদেশে আসেন কিংসলে। দীর্ঘদিন খেলেন দেশের ঘরোয়া ফুটবলে। বিয়ে করেন বাংলাদেশি নারীকে। একটা সময় নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জাগে। নানান চড়াও-উতরাইয়ের মধ্য দিয়ে যেতেও হয় তাঁকে। সহজেই সুযোগ মেলেনি খেলার। হতাশ হন এলিটা।
অবশেষে সব সমস্যার সমাধান হলো। বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন কিংসলে। এর মধ্য দিয়ে অনেক অপেক্ষার অবসান ঘটলো। ক্যারিয়ারের অন্যতম সেরা দিনের সাক্ষী হলেন এলিটা কিংসলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post