নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেটে এসে পৌঁছায় বাংলাদেশ দল। কিন্তু এদিনই দুঃসংবাদ শুনতে হয়। সিলেটে পৌঁছেই ঐচ্ছিক অনুশীলনের দিনে হাতে চোট পান জাকির হাসান।
অনুশীলনের থ্রোয়ারের ছোঁড়া বল খেলতে গিয়ে বুড়ো আঙ্গুলের আঘাতে সিরিজ থেকেই ছিটকে যান এই বাঁহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দলে ডাকা হয় রনি তালুকদারকে।
এবার একদিন পরই দলের অনুশীলনে আরেক ধাক্কা বাংলাদেশের। দলের আনুষ্ঠানিক অনুশীলনে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুশীলনে শুরুতে গা গরমের ফুটবল খেলতে নাম বাংলাদেশ দল।
আর সেখানেই সতীর্থ হাসান মাহমুদের একটি শট বুকে ও মাথায় গিয়ে লাগে মিরাজের। সাথে সাথেই মাটিতে বসে পড়েন এই অফ-স্পিন অলরাউন্ডার। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা সারেন। তবে কোনো ধরনের ঝুঁকি না নিতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে। সেখানে স্ক্যান করা হয়। যদিও গুরুতর কিছু ধরা পড়েনি বলেই জানা গেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ, অর্থাৎ কাল থেকেই শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে ২০ ও ২৩ মার্চ। সিরিজ শুরুর আগে এমন চোট নিশ্চিতভাবেই দুঃশ্চিন্তার কারণ টাইগারদের জন্য। কেননা মিরাজ বেশ ফর্মে থাকা ক্রিকেটারদের একজন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post