নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জে কোচ নিয়োগ নিয়ে দুই পক্ষের টানা হেঁচড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি ক্রিকেটাররা। আগামি ১ জানুয়ারি থেকে বিসিবির অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হবে। বিভাগের অন্য জেলাগুলো যখন কঠোর অনুশীলনে ব্যস্ত, তখন সুনামগঞ্জের ক্রিকেটারদের অনুশীলন বন্ধ। কোচ নিয়োগ নিয়েই বিরোধে বড়দের টানাটানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বপ্নবাজ খুদে ক্রিকেটাররা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার আল আমিন অনূর্ধ্ব-১৪ জেলা দল গঠনের জন্য কোচ নিয়োগ করেন সাবেক ক্রিকেটার সাদিকুর রহমান চৌধুরীকে। সুনামগঞ্জ ক্রিকেট স্কুলের কোচ, সাবেক এই ক্রিকেটার অনুশীলনও শুরু করেন।
এরই মধ্যে আরেক ক্রিকেটার সাদ্দাম হোসেনও অনূর্ধ্ব-১৪ দলের ক্রিকেটারদের অনুশীলনে ডেকে বসেন। সুনামগঞ্জের সাবেক জেলা কোচ পাভেল আহমদ বিদেশে চলে যান দু্ই বছর আগে। এরপর থেকেই বিসিবির জেলা কোচ নেই সুনামগঞ্জে। পাভেল আহমদ বিদেশ যাওয়ার পর সাদ্দাম বিভিন্ন দলে কোচের দায়িত্ব পালন করেছেন।
দুই পক্ষের টানাটানিতে গত দুই দিন থেকে বন্ধ আছে অনূর্ধ্ব-১৪ দলের অনুশীলন। সমস্যা সমাধাণে মধ্যম পন্থ বেছে নিয়েছে সুনামগঞ্জের প্রশাসন। কোচ থেকে বাদ দেওয়া হয়েছে দু’জনকেই। সাদ্দাম বা সাদিকের কাউকেই কোচের দায়িত্ব দেওয়া হবে না। জেলা ক্রীড়া অফিসার আল আমিন নিজেই দল পরিচালনা করবেন একজনকে সঙ্গে নিয়ে।
বিষয়টি নিয়ে জানতে চালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় কোচ নাজমুল হোসেন এসএনপিস্পোর্টসকে বলেন, ‘কোচ নিয়োগ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের সিদ্ধান্ত।’
জেলা ক্রীড়া অফিসার আল আমিন এসএনপিস্পোর্টসকে বলেন, ‘কোচ নিয়োগ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা দু’জনকেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাকে দল পরিচালনা করতে বলেছেন। আমি দল পরিচালনা করবো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০