নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত। এতে কিউইদের বিপক্ষে গত বিশ্বকাপের সেমিতে হারের প্রতিশোধ নিয়ে ১২ বছর পর ফাইনালে জায়গা পাকা করল রোহিত শর্মার দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার পার্থক্য গড়ে দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তার বোলিং তোপে শেষদিকে দাঁড়াতেই পারেনি ব্ল্যাকক্যাপসরা।
ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে শামি নিয়েছেন ৭ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ৯.৫ ওভারে ৫৭ রান খরচায় তিনি নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে ৭ উইকেট নেওয়া পঞ্চম বোলার ডানহাতি এই পেসার। তবে নক-আউট ম্যাচে এটিই সেরা বোলিং। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন গ্যারি গিলমোর।
চলতি আসরে এটি শামির তৃতীয় ৫ উইকেট। এক বিশ্বকাপে তিন বার ৫ উইকেট নেওয়া প্রথম বোলার। সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার চতুর্থ ৫ উইকেট। এই কীর্তিতেও প্রথম তিনি। মিচেল স্টার্ক তিনবার নিয়েছেন ৫ উইকেট। ফর্মের তুঙ্গে থাকা শামির এবারের বিশ্বকাপে মোট শিকার ২৩টি। ভারতের বোলারদের মধ্যে এক আসরে এটিই রেকর্ড। ২০১১ সালে দলকে চ্যাম্পিয়ন করার পথে জহির খান নিয়েছিলেন ২১ উইকেট।
এত অর্জনের দিনে সেমিফাইনালের সেরা হয়েছেন শামি। পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম যে কখন আমার সময় আসবে। আমি সাদা বলের ক্রিকেট তেমন খেলতে পারিনি। আমার মাথায় ছিল যে, এখানে ইয়োর্কার ও স্লোয়ার বল কিছুটা কাজে আসতে পারে। আমি নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছিলাম।’
ম্যাচের এক পর্যায়ে কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করেন শামি। এটা নিয়ে মাঠেই মন খারাপ ছিল তাঁর। তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগছিল এটা মিস করে। বোলিংয়ে আমি স্লোয়ার দেয়ার চেষ্টা করেছিলাম। উইকেট বেশ ভালো ছিল। শিশির পড়ায় কিছুটা সুবিধাও হয়েছিল। এটা এমন একটা দিন যে এমন দিন আর কবে আসবে আমার জানা নেই।’
Discussion about this post