স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্ব ক্রিকেটের সব নামি দামি তারকারা। জাতীয় দলের চেয়েও আগ্রহ কিংবা প্রাধান্য বেশি দেখা যায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ঘিরে। তবে সেই জায়গায় ব্যতিক্রম অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
নিজেকে মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে দূরে সরিয়ে রেখেছেন স্টার্ক। ২০১৪ ও ২০১৫ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেললেও এরপর আর টুর্নামেন্টটিতে দেখা যায়নি বাঁহাতি পেসারকে। নিলামে ছিলেন, চড়া দামে দলও পেয়েছিলেন। ইনজুরির কারণে খেলা হয়নি। শেষ কয়েক বছর তো নিলামে নাম পর্যন্ত দেননি।
মূলত স্টার্কের পছন্দ জাতীয় দলের হয়ে খেলা। দেশের খেলাকে প্রাধান্য দিতে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সেখান থেকে। এতে করে ইনজুরি প্রবণতা কমে গেছে। এছাড়া জাতীয় দলের হয়ে খেলার চেয়ে কোনো কিছুই প্রাধান্য পাচ্ছে না স্টার্কের কাছে। তবে জানিয়েছেন, সুযোগ পেলে আবারও ফিরতে চান আইপিএলে। যদিও জাতীয় দলের খেলার প্রসঙ্গ আসলে, সেটাই প্রাধান্য পাবে আগে তার। সবসময় সব ফরম্যাটে খেলতে যেন ফিট থাকেন।
স্টার্ক বলেন, ‘আবারও আইপিএল খেলতে পারলে অবশ্যই আমার ভালো লাগবে। তবে লম্বা সময়ের জন্য আমার মূল লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য নিজের সেরা অবস্থানে থাকা। কোন ফরম্যাটে খেলব সেটা ব্যাপার না।’
স্টার্ক আরও বলেন, ‘আমার অনেক কাছের মানুষের কাছে ব্যাগি গ্রিন ক্যাপ (অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ) পরা আমার জন্য সম্মানের। এভাবেই আমি বেড়ে উঠেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও দারুণ। তবে আপনি কখনোই ১২ মাসের জন্য বিক্রি হতে পারেন না। আমি খুবই ভাগ্যবান যে দেশের হয়ে দশ বছরের বেশি সময় খেলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post