স্পোর্টস ডেস্ক:: মহেন্দ্র সিং ধোনীর চার বলের ঝড়ো ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরির পরও জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস ২০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
চেন্নাই শেষ দিকে ধোনীর ৪ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে ২০৬ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার শতকের পরও থেমেছে ১৮৬ রানে।
আগে ব্যাটিংয়ে নামা চেন্নাই শিবম দুবে ও অধিনায়ক ঋতুরাঝের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে ধোনীর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে চার উইকেটে ২০৬ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক ঋতুরাজ। পাঁচটি করে চার ও ছক্কার ইনিংসটি সাজান ৪০ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। ৩৮ বলের ইনিংস সাজিয়েছেন দশ চার ও দুই ছক্কায়। চার বলে তিন ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন ধোনী।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ২টি উইকেট লাভ করেন।
২০৭ রানের বড় টার্গেটে খেলতে নামা মুম্বাই রোহিতের সেঞ্চুরির পরও ম্যাচ জিততে পারেনি চেন্নাই বোলারদের দারুণ নৈপুণ্যে। শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৮৬ রানে থামতে হয়েছে তাদের। মা্ত্র ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত। এগারো চারের সঙ্গে পাঁচ ছক্কা হাঁকালেও জেতাতে পারেননি ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন তীলক বার্মা।
চেন্নাইয়ের হয়ে পাথিরানা ৪টি, মুস্তাফিজ ও তুষার ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post