স্পোর্টস ডেস্কঃ ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো উড়ছে ভারত। একের পরে এক ম্যাচ জিতে ভক্তদের আনন্দে ভাসাচ্ছে দলটি। আর নিউজিল্যান্ড ভালো ছন্দ খুঁজে পাওয়ার পরেও পরপর ৪টি ম্যাচ হেরেছে। তবে সেমিফাইনালের জন্য দুদলই খুব সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ দল নিউজিল্যান্ড। আজ দুপুর আড়াইটায় ওয়াংখেড় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে সেমিফাইনাল মাঠে গড়ানোর আগে ভারতের বিরুদ্ধে উঠেছে এক ভয়ঙ্কর অভিযোগ! মুম্বাইয়ে আজ পরিবর্তিত উইকেটে খেলবে স্বাগতিকরা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘মেইল অনলাইন’।
ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ এই প্রতিবেদনটি করেছেন। সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তাঁরা একই কাজ করবে।’ অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন বুথ। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। এই মাঠে লিগ পর্বে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতে ভিন্ন ভিন্ন উইকেটে খেলা হয়েছে।
এদিকে মুম্বাইয়ে আজ ম্যাচের ফলে টস কোনো প্রভাব ফেলবে না, ভারত অধিনায়ক রোহিতের বিশ্বাস এমনটাই। তিনি বলেন, ‘দেখুন সত্যি কথা বলতে আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই চার কিংবা পাঁচ ম্যাচ ওয়াংখেড়ে নিয়ে আপনাকে খুব বেশি কিছু বলবে না। ওয়াংখেড়ে নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। তবে আমি বিশ্বাস করি যে টস কোনো ফ্যাক্টর হবে না।’
Discussion about this post