স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দুই সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত করেছে আইসিসি। আগামী বুধ ও বৃস্পতিবার মুম্বাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল। মুম্বাইয়ের সেমিফাইনালে মাঠে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার রড টাকার ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এ ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ পরিচালনার কীর্তি গড়বেন টাকার।
এই ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন ও আড্রিয়ান হোল্ডস্টক। রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফ্ট। এরপর কলকাতার সেমিফাইনাল পরিচালনা করতে দেখা যাবে রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেননকে। ক্রিস গ্যাফানি তৃতীয় ও মাইকেল গফ থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এ ম্যাচটিতে রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রিনাথ।
Discussion about this post