নিজস্ব প্রতিবেদকঃ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। রোববার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে রহমতগঞ্জ।
স্বাধীনতা কাপের শেষ চারে ওঠার লড়াইয়ে আজ শুরুতে পিছিয়ে পড়ে রহমতগঞ্জ। এরপর দলকে সমতায় ফেরানোর পর ব্যবধান গড়ে দেওয়া গোলটিও করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি। তাতে ফাইনালে ওঠার লড়াই করবে রহমতগঞ্জ।
কিংস অ্যারেনায় ২২ মিনিটে এগিয়ে যায় পুলিশ। এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইবারগেন গার্সিয়া। ম্যাচে ফিরতে সময় লাগেনি রহমতগঞ্জের। ২৮ মিনিটে স্যামুয়েলের শরীর ঘুরিয়ে নেওয়া ভলিতে সমতায় ফিরে তারা।
তিন মিনিট পরে এগিয়েও যায় রহমতগঞ্জ। সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েল। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রহমতগঞ্জ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post