স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে চেলসি। গতরাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে কনর গালাহার, নিকোলাস জ্যাকসন ও এনজো ফার্নান্দেজের গোলে চেলসির জয় নিশ্চিত হয়। ভিলার বিপক্ষে জয়ে পচেত্তিনোর ওপর থেকে চাপটা কিছুটা হলেও কমল। আর খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি চেলসির কোচ।
গত বছর জুলাইয়ে চেলসির দায়িত্ব নেওয়ার পর এটাই দলের সেরা পারফরম্যান্স? পচেত্তিনোর উত্তর, ‘আমি সেটাই মনে করি। পারফরম্যান্সে আমি খুব খুশি। নিখাদ এবং ধারাবাহিকভাবে (ম্যাচে) ভালো খেলেছি। একটা তরুণ দলের জন্য এভাবে ভারসাম্য রেখে খেলাটা কঠিন।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠলেও প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই চেলসি। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। যদিও চেলসির কোচ হিসেবে পচেত্তিনোর সামনে শিরোপা জয়ের সুযোগ আছে। ২৫ ফেব্রুয়ারি লিগ কাপ কারাবাও কাপ নামে পরিচিত ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে তাঁর দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post