স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা করিম বেনজেমা ও সেনেগালের তারকা সাদিও মানে সৌদীর ফুটবলে পাড়ি জমিয়েছেন। প্রো লিগ মাতাবেন এই দুই তারকাও। সৌদীতে গিয়েই পবিত্র ওমরাহ হজ পালন করেছেন মুসলিম এই দুই ফুটবলার।
ফ্রান্সের তারকা করিম বেনজেমা নিজেই ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন ভিডিও। সেনেগালের তারকা সাদিও মানের ওমরাহ পালনের খবরটি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম ‘খালিজ টাইমস’।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে করিম বেনজেমা পাড়ি জমান সৌদী আরবে। প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ নাম লিখিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। চুক্তির সময়ই জানিয়ে ছিলেন, তিনি ধর্মপ্রাণ মুসলিম। সুযোগ পেয়েই তাই সৌদীর ফুটবলে এসেছেন। তার ভালো লাগছে। এবার তিনি পবিত্র ওমরাহ হজও পালন করলেন।
সোমবার পবিত্র মক্কায় ওমরাহ পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও পোস্ট করেন তিনি। তাতে তাকে বলতে শোনা যায়, ‘মাশাল্লাহ, সেরাদের সেরা। আলহামদুলিল্লাহ্। ‘
বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদীর প্রো লিগে পাড়ি জমিয়েছেন সেনেগালের ধর্মপ্রাণ মুসলিম ফুটবলার সাদিও মানে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের সাথে চুক্তি করেছেন তিনি। বৃহস্পতিবার আল নাসরের হয়ে অভিষেক হয় তার। এরপরই তিনি ওমরাহ পালন করতে যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post