স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান, ইতালীয় সিরি আ’ লিগ, স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেস লিগার মতো দুনিয়ার সেরা লিগগুলো একটি হবে সৌদীর প্রো লিগ। সেরা এই পাঁচ লিগে জায়গা করে নিয়ে সৌদী আরবের লিগ। পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো এমনটিই মনে করেন।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলে খেলা রোনালদো এখন খেলছেন সৌদী লিগের দল আল নাসরে। তার বিশ্বাস বিশ্বের বড় লিগগুলোর একটি হবে সৌদীর এই লিগ। সেই সম্ভাবনা আছে।
সৌদী আরবের জীবন উপভোগ করছেন সিআর সেভেন। জানিয়েছেন- আরবিয়ানরা দুর্দান্ত। যদিও কিছু দিন আগে গুঞ্জন উঠে আরবের জীবন উপভোগ করছেন না তিনি। ছাড়তে চান দেশটি। এই তারকা নিজেই জানালেন, সেখানকার মানুষ খুব ভালো।
মাস ছয়েক আগে ক্রীড়া বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার হয়ে ম্যানইউ ছেড়ে আল নাসরে নাম লেখান তিনি। বার্ষিক ২০ কোটি ডলার বেতন তার। সৌদীর ফুটবল কর্তারাও যে তাদের লিগকে শীর্ষ স্তরে নিয়ে আসতে চান সেটি ভালোই বুঝা যাচ্ছে।
রোনালদোর পর তাদের নজর যে এখন বিশ্ব ফুটবলের বড় তারকা, বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির দিকে। প্রো লিগের আরেক দল আল হিলাল বার্ষিক ৪০ কোটি ডলার অফার দিয়েছে আর্জেন্টাইন তারকাকে। তিনি এই লিগে খেলে নিঃসন্দেহে প্রো লিগ হয়ে উঠবে জনপ্রিয় এক লিগ।
সৌদীর লিগ ধীরে ধীরে দুনিয়ার সেরা পাঁচ লিগের একটি হবে জানিয়ে দেশটির টিভি ‘এসএসসি’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদী লিগ আরো ভালো হচ্ছে। আগামি বছর এটা আরো ভাল হবে। আমি মনে করি সৌদী আরবের লিগ ধীরে ধীলে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হয়ে উঠবে। তবে এজন্য সময় লাগবে, ভালো খেলোয়াড় লাগবে, পর্যাপ্ত অবকাঠামো লাগবে।’
আরব দেশটির মানুষ দুর্দান্ত জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশ হিসেবে সৌদী আরবের অনেক সম্ভাবনা। সৌদী আরবের জনগন দুর্দান্ত। তাই আমি মনে করি, এই লিগও এক সময় দারুণ একটা লিগ হয়ে উঠবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post