স্পোর্টস ডেস্কঃ অফ ফর্মে থেকেও জাতীয় দলের দরজা খোলে যায় সৌম্য সরকারের। চলতি নিউজিল্যান্ড সফরে বাঁহাতি এই ক্রিকেটারের দলভুক্ত হওয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে দেশের ক্রিকেটে। তবে কিউই সফরে গিয়ে অবশেষে নিজের ছন্দ খুঁজেছেন পেয়েছেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার। তৃতীয় ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও কার্যকারিতা দেখিয়েছেন সৌম্য।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভালো করায় সৌম্যকে নিয়ে প্রশংসা করছেন সমর্থকরা। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে হাথুরুসিংহে মনে করিয়ে দিলেন, সৌম্য জানতেন পুরো দেশ তার বিপক্ষে ছিল। এছাড়া এই লঙ্কানের বিশ্বাস, মানসিকভাবে ভালো থাকলে টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবেন বাঁহাতি এই ব্যাটার। তিনি বলেন, ‘তার পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমি তাকে নিয়ে সবসময় আশাবাদী ছিলাম যে সে এমন ইনিংস খেলতে পারবে। অতীতেও নিউজিল্যান্ডে সে ভালো করেছে।’
সৌম্যর ফর্ম নিয়ে হাথুরু বলেন, ‘আমরা সবাই-ই দেখলাম, ফর্ম যেমনই থাকুক ক্লাস পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর উপর নির্ভর করে। বিশেষ করে আপনার মাথায় কী চলছে। আপনি যত পরিস্কার থাকবেন নিজের ভূমিকা যত ভালো বুঝতে পারবেন, পরিবেশের সাথে যত স্বাচ্ছন্দ্যে থাকবেন তখন যেকোনো খেলোয়াড়ই তার পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারে। সে ওরকম অবস্থায় থাকলে পারফর্ম না করার কোনো কারণ নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post