স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তবে হেডিংলিতে আজ অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা। রোববার স্বাগতিকদের জয়ের নায়ক হ্যারি ব্রুক। দারুণ এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়েন দেন এই ব্যাটার। শেষদিকে দারুণ ব্যাট করে ইংলিশদের জয় এনে দেন ক্রিস ওকস ও মার্ক উড।
সিরিজের তৃতীয় টেস্টে ২৫১ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়ে ফেলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। ৯৩ বলে ৯ চারে ৭৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের নায়ক ব্রুক। শেষদিকে ওকস ৪৭ বলে ৩২ রানের ইনিংসে ইংলিশদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্রুকের সঙ্গে সপ্তম উইকেটে তার ৭৩ বলে ৫৯ রানের ইনিংসই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। উড অপরাজিত থাকেন ৮ বলে ১৬ রান করে।
ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করা উড জিতেছেন সেরার পুরষ্কার। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করা ব্রুক আলাদাভাবে অধিনায়ক স্টোকসের কাছ থেকে পেলেন প্রশংসা। ওকসকে নিয়ে ব্রুকের ৫৯ রানের জুটিতেই দল পৌঁছে যায় জয়ের কাছে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘প্রথম বল থেকে ব্রুকি (ব্রুক) ব্যাট হাতে যেভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে, তা অসাধারণ। সে মাঠে নেমেই চাপটা পুরো ওদের ওপর ফিরিয়ে দিয়েছে।’
স্টোকস আরও বলেন, ‘ওকসির (ওকস) সঙ্গে ওই জুটিতে সে যেভাবে খেলেছে, সেটিই তার উঁচু মানকে তুলে ধরছে। অ্যাশেজের মতো এমন বিশাল চাপের পরিস্থিতিতে এত তরুণ একজনের জন্য এমন ব্যাটিং অবিশ্বাস্য। আমরা সবাই দেখেছি, ব্যাট হাতে সে কী করতে পারে। অবিশ্বাস্যরকম প্রতিভাবান একজন ক্রিকেটার সে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post